অনলাইনে বই পড়ার সেরা ৬টি অ্যাপস – ডাউনলোড ছাড়া বই পড়ুন

অনেক সময় আমাদের মধ্যে অনেকেই নিজের এন্ড্রয়েড মোবাইলে বই ডাউনলোড করে পড়তে চান। এমনিতে গুগলে সার্চ করলে অনেক বাংলা বইয়ের ইবুক গুলো আপনারা পেয়ে যাবেন এবং সেগুলিকে ডাউনলোড করে নিজের মোবাইল বা ল্যাপটপে পড়তে পারবেন।

তবে মনে রাখবেন, গুগলে আপনারা কেবল কিছু সংখক বই গুলোই পাবেন। এক্ষেত্রে গুগল প্লে স্টোরে অনলাইনে বই পড়ার নানান অ্যাপস গুলো রয়েছে যেগুলো ডাউনলোড করে নিজের মোবাইলে হাজার হাজার বাংলা বই গুলোকে পড়তে ও শুনতে পারবেন।

বাংলা অডিওবুক (Bangla audiobook) গুলোর মাধ্যমে আপনি বিভিন্ন বাংলা গল্প বই, প্রেরনামূলক বই, তথ্য ইত্যাদি নানান ধরণের বই গুলোকে অডিও হিসেবে শুনে নিতে পারবেন। তাহলে চলুন, অনলাইনে বই পড়ার অ্যাপ গুলোর বিষয়ে নিচে কিছুটা জেনেনেওয়া যাক। (Best android apps to read Bangla books online)।